শুভেন্দু অধিকারী দেখা করবেন রাজভবনে ট‍্যুইট করে জানিয়ে দিলেন রাজ‍্যপাল

21st December 2020 12:00 pm কলকাতা
শুভেন্দু অধিকারী দেখা করবেন রাজভবনে ট‍্যুইট করে জানিয়ে দিলেন রাজ‍্যপাল


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আজ বিকেল ৪ টের সময় রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করবেন রাজভবনে রাজ‍্যপালের সাথে । এদিন সকালেই ট‍্যুইট করে তা জানিয়ে দিলেন রাজ‍্যপাল জগদীপ ধনখড় । যা নিয়ে নানা মত বিতর্ক শুরু হয়েছে । রাজ‍্যপালের সাথে কে কখন দেখা করলেন তা নিয়ে টুইটারে লেখার বা জানানোর কি আছে তা নিয়েও প্রশ্ন করছেন কেউ কেউ । এর পিছনেই রাজ‍্যপালের রাজনীতি রয়েছে বলছেন তৃণমূল নেতৃত্ব । ইতিপূর্বে বিধায়ক পদে লিখিত পদত‍্যাগপত্র বিধানসভায় জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী । কিন্তু নিয়ম মেনে তা না হওয়ার জন‍্য পদত‍্যাগপত্র গ্ৰহণ করেননি বিধানসভার স্পিকার । সোমবার দুপুর ২ টো নাগাদ শুভেন্দু কে ডেকে পাঠিয়েছেন স্পিকার । কলকাতায় আজ আসবেন শুভেন্দু অধিকারী । বিধানসভার কাজ মিটিয়েই তিনি দেখা করবেন রাজভবনে রাজ‍্যপালের সাথে । যদিও কি বিষয় নিয়ে তিনি রাজ‍্যপালকে জানাবেন তা স্পষ্ট নয় । যদিও কেউ কেউ বলছেন , নিরাপত্তার প্রশ্ন তিনি হয়তো জানাতে পারেন রাজ‍্যপালকে । বিজেপিতে যোগ দিয়ে প্রথম কলকাতায় আসছেন শুভেন্দু অধিকারী । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।